নীলফামারীতে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব
নীলফামারী জেলায় বেশ কয়েকদিন ধরে তীব্র শীত আর একটানা ঠাণ্ডা বাতাসের কারণে ছড়িয়ে পড়েছে রোটা ভাইরাস। ভাইরাসটির কবলে পড়ে জেলার সহস্রাধিক নবজাতক ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন- ভয়ের কিছু নেই, পর্যাপ্ত যত্ন ও নির্দেশিত চিকিৎসা নিয়মিত হলে পাঁচ থেকে সাত দিনেই রোটা ভাইরাসজনিত রোগ সেরে যায়। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অধিদফতরের ইনচার্জ আসাদুজ্জামান জানিয়েছেন, গত ১০ দিন ধরে সৈয়দপুর উপজেলার তাপমাত্রা সর্বোচ্চ নয় থেকে দশ ডিগ্রি...
Posted Under : Health News
Viewed#: 21
আরও দেখুন.

